| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে জাতীয় পার্টির কোনো আপত্তি নেই’


‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে জাতীয় পার্টির কোনো আপত্তি নেই’


রহমত নিউজ ডেস্ক     25 May, 2023     06:55 PM    


জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ভালো উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র এই ভিসা নীতি করেছে। এটিকে জাতীয় পার্টি স্বাগত জানায়। যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে জাতীয় পার্টির কোনো আপত্তি নেই।

আজ (২৫ মে) বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পিটার হাসের সঙ্গে এ বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন দলটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্র্যান্ডন, পলিটিক্যাল অফিসার ম্যাথিউ বে এ সময় উপস্থিত ছিলেন।

চুন্নু সাংবাদিকদের বলেন, আমেরিকান ফরেন মিনিস্টার ভিসা বিষয়ক নতুন যে ঘোষণা দিয়েছেন, সেটা জানানোর জন্য এ বৈঠক ডাকা হয়। বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে ভিসানীতি, এটা আমাদের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আমাদের মতামত কী, সেটাও জানতে চেয়েছেন তিনি। প্রতিক্রিয়ায় আমি বলেছি, এই ভিসা নীতি ঠিক আছে। এটা আমেরিকা সরকারের নিজস্ব বিষয়। তারা কী পলিসি করবেন, সেটা তাদের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো রকম আপত্তি বা অবজেকশন নেই। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ভালো। তারা এটা করেছেন যেন বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়। এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আন-অফিসিয়াল কিছু কথা-বার্তা হয়েছে। তবে, বৈঠকের মূল বিষয় ছিল, বাংলাদেশের জন্য আমেরিকার নতুন ভিসানীতি।